প্রতিবেদন : রাজ্যের গ্রামীণ এলাকায় অবস্থিত পর্যটনকেন্দ্রগুলির পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ওই সব এলাকার হোটেল, হোমস্টে এবং রিসর্টে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা খতিয়ে দেখতে পঞ্চায়েত দফতর সমীক্ষা করেছে।
আরও পড়ুন-বারাসত যেন হ্যারি পটারের জাদুনগরী
পুজোর আগেই ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য এই সমীক্ষার কাজ করা হয়। সমীক্ষায় হোমস্টে এবং রিসর্টে সেপটিক ট্যাঙ্কের সঙ্গে সোকপিটের সংযোগ আছে কি না, পচনশীল এবং অপচনশীল বর্জ্য সঠিকভাবে আলাদা করা হয় কি না ইত্যাদি এই সমীক্ষায় দেখা হয়। ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই সমস্ত পর্যটন কেন্দ্র এবং সেখানকার হোটেল, হোমস্টে এবং রিসর্টগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ প্রচার অভিযানও চালানো হয় বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে। পরিচ্ছন্নতার মানদণ্ডে উত্তীর্ণ হোটেল ও হোমস্টেগুলিকে সেফ স্যানিটেশন শংসাপত্র দেওয়া হবে।
আরও পড়ুন-বিজেপির জনধন দুর্নীতি, ভুয়ো ১০ কোটি অ্যাকাউন্টে ৪০ হাজার কোটি
আগামী দিনে এই সমীক্ষায় উঠে আসা তথ্যের উপর নির্ভর করে পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটনকেন্দ্রে ২ অক্টোবর পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যেও লোকশিল্পীদের দিয়ে অনুষ্ঠানও করে পর্যটন দফতর। বর্তমানে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৫৫৬টি পর্যটনকেন্দ্র ওপেন ডেফিকেশন ফ্রি (ওডিএফ) হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্যে লাফিয়ে বাড়ছে হোটেল, হোমস্টে এবং রিসর্টের সংখ্যা। পর্যটকদের ভিড়ও বাড়ছে প্রতিটি স্পটে। এই সমস্ত পর্যটনকেন্দ্র অধিকাংশই রাজ্যের গ্রামীণ এলাকায়। তাই এবার এই সমস্ত পর্যটনকে নির্মল করতে রাজ্যের এই উদ্যোগ।