বারাসত যেন হ্যারি পটারের জাদুনগরী

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের সাতটি আলাদা ভাগের কাল্পনিক উপন্যাস হ্যারি পটার। গোটা কাহিনি হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে

Must read

অমিতকুমার মহলী বারাসত: দুর্গাপুজো শেষ হয়েছে। উৎসব-আনন্দের রেশ কাটিয়ে বাঙালির মনে ভর করেছে উদাসীনতা। বাঙালির সেই উদাসীনতা দূর করতে দীপালিকার আলোয় কালীপুজোর বারাসত সেজে উঠছে। বারাসত যেন হ্যারি পটারের জাদুনগরী। রাজ্যজুড়ে বিরাট নাম-ডাক বারাসতের কালীপুজোর। উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে উত্তর ২৪ পরগনার ছোট্ট এই শহরটিতে। আর এই দর্শকদের কথা মাথায় রেখে এবার বারাসত পাইওনিয়ার ক্লাব তাদের শ্যামাপুজোর থিম হিসাবে বেছে নিয়েছে হ্যারি পটারের জাদুনগরীকে।

আরও পড়ুন-বিজেপির জনধন দুর্নীতি, ভুয়ো ১০ কোটি অ্যাকাউন্টে ৪০ হাজার কোটি

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের সাতটি আলাদা ভাগের কাল্পনিক উপন্যাস হ্যারি পটার। গোটা কাহিনি হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে। সেখানে ওই কিশোর তার প্রিয় দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অংশ নেয় নানা অ্যাডভেঞ্চারে। এবারে সেই ভাবনা নিয়ে জোরকদমে কাজ চালাচ্ছে বারাসত পাইওনিয়ার ক্লাব। পুজোর মণ্ডপেই দেখা মিলবে হ্যারির দেশের নানা ঘটনা। প্যান্ডেলের পাশাপাশি আলোকসজ্জার কারসাজি দিয়ে আরও রিয়েলিস্টিক করা হবে জাদুনগরীকে।

আরও পড়ুন-থাইরয়েড ক্যানসার

পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাতৃমণ্ডপ তো বটেই, মাতৃপ্রতিমাতেও বিশেষ চমক থাকবে এবার। মূল প্রতিমার পাশাপাশি শ্যামা মায়ের বিভিন্ন রূপের দেখা মিলবে মণ্ডপে। আগামী ৯ নভেম্বর এই জাদুনগরীর উদ্বোধন হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Latest article