বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: মানুষ চাইছে না বলে কালীপুজোয় পাঁঠা বলির দেড়শো বছর প্রাচীন প্রথা তুলে দিল জলপাইগুড়ির এক ঐতিহ্যবাহী মন্দির (Jalpaiguri- Kali puja)। পুজো উপলক্ষে পশু বলি বন্ধ হয়ে গেল পান্ডাপাড়া কালীবাড়ি মন্দিরে। এই মন্দিরে গত ১৬৪ বছর ধরে পুজোয় বলির প্রথা চলে আসছিল। অবশেষে যুগের দাবিতে তাতে ছেদ পড়ল। এই মর্মে কালীমন্দিরের সামনে ব্যানারে টাঙিয়ে লেখা হয়েছে ‘বলি বন্ধ’। মন্দির কর্তৃপক্ষ সুব্রত চক্রবর্তী বলেন, এই বছর থেকে বলি বন্ধ করা হয়েছে। বিগত বছরেও বলি হয়েছে। বলির জন্য ঠিকমতো লোক পাওয়া যায় না। সেই জন্যই এবছর থেকে বলি বন্ধ। বলির হাড়িকাঠ মন্দিরের সামনে থেকে তুলে দেওয়া হয়েছে। এবছরে পাথরের নতুন মূর্তি স্থাপন করে পুজো (Jalpaiguri- Kali puja) হবে। তিনি আরও বলেন, এই পুজো প্রথম শুরু করেন পিতামহ শশিভূষণ চক্রবর্তী। তারপর বংশপরম্পরায় এই পুজো হয়ে এসেছে। এক সময় এই পুজো পারিবারিক ছিল। বর্তমানেও নিয়মনিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হয়। মায়ের এখানে বিশেষ রূপ। মায়ের দুই হাত, মুখের ভিতরে জিহ্বা, মায়ের পায়ের নিচে শিব নেই, মা দুটি শীষ নাগের উপর দাড়িয়ে আছে। পাশে শুধু ডাকিনী-যোগিনী। মা এখানে খুবেই জাগ্রত। এছাড়াও মন্দিরে প্রতিদিন নিত্যপূজা হয়। সামনে দীপান্বিতা কালীপুজো। প্রতিবারের মতো এবারও প্রস্তুতি চলছে জোরকদমে।
আরও পড়ুন- রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরকারি জলাশয়ে নজরদারি কমিটি