রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, সরকারি জলাশয়ে নজরদারি কমিটি

Must read

প্রতিবেদন : সরকারি জলাশয়ে (Water Reservoir) মাছ চাষের উপর নজরদারি করতে সর্বোচ্চস্তরের কমিটি গড়ল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই এই কমিটি গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অধীনে অনেক জলাশয় রয়েছে। বেশ কিছু জলাশয়ে (Water Reservoir) ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে মাছ চাষ করেন স্থানীয়রা। কিন্তু তার থেকে সরকারের সে অর্থে কোনও রাজস্ব আয় হয় না। সেই কারণেই খাসজমিতে থাকা বিভিন্ন জলাশয়গুলি থেকে রাজস্ব আদায় বৃদ্ধি করতে উদ্যোগী হল রাজ্য। মন্ত্রিসভার বৈঠকে সেই লক্ষ্যেই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব পাশ হয়েছে বলে জানা গিয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া এবং পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। এই ধরনের যেসব জলাশয়ে সরকারকে কোনও রাজস্ব না দিয়ে ব্যক্তিগত ভাবে মাছ চাষ করা হচ্ছে সেগুলিকে চিহ্নিত করে তার থেকে কীভাবে সরকারি কোষাগারে রাজস্ব আনা যায় কমিটি তা নিয়ে সমীক্ষা করে রিপোর্ট জমা দেবে। নবান্ন সূত্রে খবর, মৎস্য দফতর মাছ চাষের জন্য নিয়ম মেনে জলাশয়গুলি লিজ দেবে। এর ফলে মাছ উৎপাদন বাড়বে। পাশাপাশি লিজ দিয়ে রাজ্যের আয়ও বাড়বে। প্রশাসনিক সূত্রের খবর, এখন বেশিরভাগ জলাশয়ই বেদখল হয়ে রয়েছে। অনেকে সেখানে মাছচাষও করছেন। অথচ সরকারি জলাশয় হওয়া সত্ত্বেও সেখান থেকে সরকারের কোনও আয় হচ্ছে না। তাই ওই সব জলাশয়ের স্থায়ী বিলি বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন- দূষণ রুখতে এবার সবুজ বাজির ক্লাস্টার

Latest article