সংবাদদাতা, বারাসত : মাঝে আর মাত্র দুটো দিন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। ঐতিহ্যবাহী বারাসত ও মধ্যমগ্রামের কালীপুজোকে ঘিরে এবার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর, এই চারদিন থাকবে পুজো মণ্ডপ ও প্রতিমা। ১৫ তারিখ গভীর রাতেই বিসর্জন দিতে হবে প্রতিমা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়।
আরও পড়ুন-উচ্চমাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যালের নিয়মে বদল
এদিন কালীপুজোর গাইড ম্যাপও প্রকাশ করেন পুলিশ সুপার। বললেন, লাগোয়া এই দুটি জায়গায় এবার ২৫টির বেশি বিগ বাজাটের পুজো হচ্ছে। আমাদের অনুমান, এবার পুজো ঘিরে মানুষের ঢল নামবে বারাসত ও মধ্যমগ্রামে। ফলে যাতে দর্শনার্থীদের কোনও সমস্যা না হয় তার জন্য মোতায়েন করা হচ্ছে ২,২৫০ জন পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। বসানো হচ্ছে অতিরিক্ত ৩০০টি সিসিটিভি ক্যামেরা। অপরিসর রাস্তাগুলিতে নজরদারি চালানোর জন্য ৮০টি বাইকে টহল দেবে পুলিশ বাহিনী। সঙ্গে থাকবে পুলিশের মহিলা উইনার্স বাইক বাহিনী। থাকছে পুলিশের ১২টি অস্থায়ী ক্যাম্প। এখান থেকেই পাওয়া যাবে গাইড ম্যাপ ও শিশুদের পরিচয়পত্র।
আরও পড়ুন-কন্যাশ্রী-সবুজসাথী এবার কালীপুজোর থিম
এই কার্ডে শিশুসন্তান ও তার অবিভাবকদের নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে বাচ্চার পকেটে রেখে দিতে হবে। কোনও কারণে শিশুসন্তান হারিয়ে গেলে ওই কার্ড দেখে তার বাবা-মার খোঁজ করা হবে। অথবা তাকে উদ্ধার করে বাড়ি পাঠানো হবে। চুরি, পকেটমারি ও ছিনতাই আটকাতে সাদা পোশাকের পুলিশকর্মীরা থাকবেন। এই চারদিন বারাসত ও মধ্যমগ্রামে বড় ও মাঝারি মাপের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করা হচ্ছে যানবাহন নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।