কন্যাশ্রী-সবুজসাথী এবার কালীপুজোর থিম

সেইসঙ্গে এই পুজোয় এবার ফুটে উঠবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া রাজ্যের উন্নয়মনমূলক প্রকল্পগুলিও।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়: সাঁতরাগাছির ভাঙাগড়া ক্লাবের ৮১তম বর্ষের কালীপুজোয় এবার সাবেকিয়ানার সঙ্গে অভিনবত্বের ছোঁয়া। সেইসঙ্গে এই পুজোয় এবার ফুটে উঠবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া রাজ্যের উন্নয়মনমূলক প্রকল্পগুলিও। সেইসঙ্গে থাকবে আলোর কারুকার্যও। বিশেষত এই পুজোর ভাসান প্রতিবছরের মতো এবারও হবে রঙিন ও বর্ণময়। কলকাতার দুর্গাপুজোর মতো এই পুজোর ভাসানে হবে বর্ণাঢ্য কার্নিভাল। থাকবে আলোর হরেকরকম কারুকার্য। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হওয়া কন্যাশ্রী, সবুজসাথী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো জনমুখী প্রকল্পগুলিকে তুলে ধরা হবে।

আরও পড়ুন-৩৭৩ বছরের প্রাচীন কৃষ্ণানন্দের কালীপুজো ঘিরে উন্মাদনা

পুজো কমিটির সভাপতি পার্থ বোস জানান, আমাদের পুজোয় সাবেকিয়ানার সঙ্গে অভিনবত্বের মেলবন্ধন ঘটানো হচ্ছে। এবছর আমাদের প্রতিমা ১৬ ফুট উঁচু হচ্ছে। প্রতি বছরের মতো এবারও প্রতিমা নির্মাণ করেছেন কুমোরটুলির প্রখ্যাত মৃৎশিল্পী গোরাচাঁদ পাল। প্রতি বছরই এখানকার পুজো উদ্যোক্তারা কালীপুজোয় নানা সামাজিক অনুষ্ঠান করেন। এবছরও তার অন্যথা হবে না। পুজোয় দুঃস্থদের বস্ত্রদান ও রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। শনিবার ১১ নভেম্বর পুজোর উদ্বোধন।

Latest article