প্রতিবেদন : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভারতীয় নৌবাহিনীর ৮ প্রাক্তন অফিসারকে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। গত ২৬ অক্টোবর কাতারের আদালতে নৌবাহিনীর প্রাক্তন ৮ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। তাঁদের বিরুদ্ধে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে কাতার। কাতারের গোয়েন্দা সংস্থার রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো ২০২২-এর ৩০ অগাস্ট ভারতীয় নৌবাহিনীর ৮ প্রাক্তন অফিসারকে গ্রেফতার করেছিল। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতীয় দূতাবাসকে প্রথম তাদের গ্রেফতারের কথা জানানো হয়।
আরও পড়ুন-সিসোদিয়ার জামিন না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি
কাতারের জেলে বন্দি ভারতীয়দের মুক্তির বিষয়ে বিদেশমন্ত্রক বলেছে, যে আদালত রায় দিয়েছে, তার রায় গোপন। রায়ের প্রতিবেদন আদালতে পাঠানো হবে। নির্দিষ্ট আইনি দল ঠিক করা হয়েছে। আমরা একটি আপিল দায়ের করেছি। আমরা কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছি। আমরা আরেকটি কনস্যুলার অ্যাক্সেস পেয়েছি। বন্দিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। সরকার এই ইস্যুতে তাদের সর্বাত্মক সহায়তা দেবে। বিদেশমন্ত্রকের মুখপাত্রের আবেদন, এটি একটি স্পর্শকাতর বিষয়। কোনও জল্পনা করা উচিত নয়।