প্রতিবেদন : আজ শুক্রবার নন্দীগ্রামে (Nandigram Dibas) মনখারাপের দিন। স্মৃতিতর্পণের দিন। শহিদ তর্পণের দিন। আজ নন্দীগ্রাম দিবস (Nandigram Dibas)। ১৬ বছর আগে নন্দীগ্রামের বুকে সিপিএমের হার্মাদরা যে রক্তের হোলি খেলেছিল প্রাণ গিয়েছিল বহু মানুষের। আজও নিখোঁজ অনেকে। এইদিনটিকে স্মরণ করে নন্দীগ্রামে শহিদ তর্পণ করে তৃণমূল কংগ্রেস। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ সকাল দশটায় যে সময় গুলি চালানো হয়েছিল সেই সময়ই গোকুলনগরের শ্রদ্ধায় স্মরণ করা হবে শহিদদের। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গড় জানালেন, সকালে গোকুলনগর এবং বিকেলে কেন্দেমারিতে শহিদ স্মরণ হবে। আমরা ওঁদের ভুলিনি। কোনওদিন ভুলব না। আমাদের দলের সর্বস্তরের নেতা-কর্মী ও নন্দীগ্রামের সাধারণ মানুষও শ্রদ্ধা জানাবেন শহিদদের।