কাশ্মীরের (Snowfall- Kashmir) একাধিক জায়গায় তুষারপাত। বৃহস্পতিবার রাত থেকে কোথাও ভারী আবার কোথাও হালকা তুষারপাত হচ্ছে। রাতভর তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। তবে এই মরশুমের প্রথম তুষারপাত হল গুলমার্গে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ দান পাস, পীর কি গলি, জোজিলা পাস, সিন্থান টপ, সোনমার্গ-গুলমার্গে তুষারপাত হচ্ছে। তুষারপাতের জের গুরুত্বপূর্ণ মুঘল রোড বন্ধ হয়ে গিয়েছে। কাশ্মীরের সঙ্গে জম্মুর রাজৌরি এবং পুঞ্চের সংযোগস্থানপনকারী রাস্তা এটি। এ ছাড়াও রাজদান, জোজিলা, কিস্তওয়াড়-অনন্তনাগ রাস্তাও তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে। এদিকে সমতলে বৃষ্টি হচ্ছে। এর জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বৃষ্টি হচ্ছে শ্রীনগর, কাজিগুন্দ, পহেলগাঁও, কুপওয়ারা, কোকেরনাগে।
আরও পড়ুন: মুম্বইয়ের টোল প্লাজায় একের পর এক গাড়িতে ধাক্কা, মৃত একাধিক
আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, একটি পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে কাশ্মীরের (Snowfall- Kashmir) উপর। এর প্রভাবে সমতলে বৃষ্টি হচ্ছে এবং কাশ্মীরের উঁচু এলাকায় তুষারপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীরে আবহাওয়া একই রকম থাকবে।