ইজরায়েলের সেনা আধিকারিককে খুন হেজবুল্লার, তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই

Must read

ইজরায়েলের (Israel War) সেনা আধিকারিককে খুন হেজবুল্লা জঙ্গি সংগঠনের। হামাস আগেই হামলা চালিয়েছিল। এরপর এই জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দেয় শিয়া জঙ্গি সংগঠন হেজবুল্লা। এবার ইরানের মদতপুষ্ট এই জেহাদিদের হামলায় প্রাণ হারালেন ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিক। গাজার পাশাপাশি উত্তপ্ত লেবানন সীমান্তও।

জানা গিয়েছে, রবিবার রাতে লেবানন সীমান্তে ইজরায়েলি (Israel War) সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীর। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে এই হামলায় প্রাণ হারান এক ইজরায়েলি সেনা আধিকারিক। এই হামলার দায় স্বীকার করেছে হেজবুল্লা জঙ্গি সংগঠন। লেবাননের এই শিয়া জঙ্গি সংগঠনটি জানিয়েছে, সীমান্ত লাগোয়া ইজরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। দক্ষিণ লেবাননে ইজরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই হামলা বলে জঙ্গি সংগঠনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: বার্তা দেওয়া হল ইরান, হেজবুল্লাকে: সিরিয়ায় বিমানহানা আমেরিকার, হত ১০

হামাসের সঙ্গে যুদ্ধে হেজবুল্লাকে না জড়ানোর হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছিলেন,”হেজবুল্লা যদি এই লড়াইয়ে শামিল হয় তাহলে দ্বিতীয় লেবানন যুদ্ধের জন্ম হবে। ফলে এটা তাদের ভুল হবে। আমরা সমস্ত হেজবুল্লা সংগঠনকে আক্রমণ করব। যা তারা কল্পনাও করতে পারবে না। আর এই আক্রমণ শুধু তাদের জন্য নয় লেবাননের জন্যও মারাত্মক হবে।”

Latest article