বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে অনুপমের বিরুদ্ধে পোস্টার

বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরা কদিন আগেই দলের কিছু নেতার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এবার তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরা কদিন আগেই দলের কিছু নেতার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এবার তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর-সহ সারা জেলায়। তারপরই নিজের দলের নেতা-কর্মীদের মধ্যে নাম না করে কয়েকজনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভিডিওবার্তা দেন অনুপম।

আরও পড়ুন-লোকসভা ভোটে কোমরবাঁধার ডাক শতাব্দীর

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন। সেখানে অনুপম লেখেন, ‘আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রতিষ্ঠিত চোর, দুর্নীতিগ্রস্ত এবং সেটিংবাজদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রাখা হয়েছে; তাই আমি চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছি, আর সেটা শুনে যে চোরের সব থেকে বেশি রাগ হয়েছে, যার জেলা মিটিংয়ে ঠিকমতো কোরাম অব্দি হয় না, সেই চোর রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার মারা করিয়েছে।’ সেই পোস্টারে লেখা রয়েছে ‘সেটিংবাজ অনুপমকে অবিলম্বে বিজেপি থেকে বহিষ্কার করা হোক— আদি বিজেপি কর্মীবৃন্দ’।

আরও পড়ুন-দেবীচৌধুরানি নিজের হাতে সূচনা করেন পুজোর

আরেক পোস্টারে লেখা, ‘অকালকুষ্মাণ্ড অনুপম হটাও, বিজেপি বাঁচাও— আদি বিজেপি কর্মীবৃন্দ।’ এ ব্যাপারে অনুপমকে ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। বিজেপির বোলপুর সংগঠনের সভাপতি সন্ন্যাসীচরণ ওরফে অষ্টম মণ্ডল একে কর্মীদের প্রতিক্রিয়া বলেছেন।

Latest article