প্রতিবেদন : প্রয়াত কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেতা রামপেয়ারি রাম (Ram Pyare Ram)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার শ্বাসকষ্ট বাড়ে এবং বুকে সংক্রমণ দেখা দেয়। এমন অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানলেন কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রামপেয়ারি রাম (Ram Pyare Ram)। একটানা ১১ বার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। রাজ্যের সরকার বদলের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন তিনি। এদিকে তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতার বন্দর এলাকায়। রামপেয়ারির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। এদিন সকালেই দলের নেতার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম। পরিবার সূত্রে খবর, গত বছর পথদুর্ঘটনায় রামপেয়ারির পুত্রের মৃত্যু হয়। তারপর থেকে তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। তাঁর মরদেহ প্রথমে বিধানসভায় আনা হবে।
আরও পড়ুন- শহরের গতি বাড়াতে তিনটি ট্রাম রুট বন্ধের প্রস্তাব পুলিশের