বাঁকুড়ার (Bankura) টানা ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়া (Basudev Acharya)। প্রয়াত বাঁকুড়া সিপিএমের প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচার্য। আজ, সোমবার দুপুরে হায়দরাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অনেকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ সিপিএম নেতা।
আরও পড়ুন-প্রয়াত বাসুদেব আচারিয়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম হয় বাসুদেব আচারিয়ার। পড়াশোনা শুরু হয় সেখানেই। ছাত্রাবস্থায় বামপন্থী আন্দোলনে যুক্ত হন তিনি। আদিবাসীদের বেশকিছু আন্দোলন এবং স্বাক্ষরতা অভিযানে বাসুদেব আচারিয়ার বিশেষ ভূমিকা রয়েছে। ১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ হন তিনি। ২০১৪ সাল পর্যন্ত সেখানে সাংসদ ছিলেন তিনি। বাসুদেব আচারিয়া তৎকালীন রেলের শ্রমিক আন্দোলনের প্রধান নেতা ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনের কাছে তিনি পরাজিত হন।
আরও পড়ুন-ডাবোলিম বিমানবন্দরে অবতরণের অনুমতি নেই, গোয়া-গামী ভিস্তারা ফ্লাইট ফিরল বেঙ্গালুরু
এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লেখেন, ‘প্রবীণ বাম নেতা ও সংসদ সদস্য বাসুদেব আচারিয়ার মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন ট্রেড ইউনিয়ন নেতা এবং শক্তিশালী সংসদ সদস্য ছিলেন এবং তার প্রয়াণ জনজীবনে উল্লেখযোগ্য ক্ষতির কারণ হিসেবে বিবেচিত হবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।’
Saddened at the demise of the veteran Left leader and former MP Basudeb Acharia.
He was a trade union leader and Parliamentarian of formidable strength and his departure will cause significant loss in public life.
Condolences to his family, friends and colleagues.
— Mamata Banerjee (@MamataOfficial) November 13, 2023