ডাবোলিম বিমানবন্দরে অবতরণের অনুমতি নেই, গোয়া-গামী ভিস্তারা ফ্লাইট ফিরল বেঙ্গালুরু

ভিস্তারার সর্বশেষ আপডেট অনুযায়ী ফ্লাইট ইউকে ৮৮১ আবার বেঙ্গালুরু থেকে ৫টায় ছেড়েছে এবং ৬.১৫তে ডাবোলিম বিমানবন্দরে পৌঁছেছে।

Must read

আজ, সোমবার বিকেলে ভিস্তারা (Vistara) ফ্লাইট ইউকে ৮৮১ বেঙ্গালুরু থেকে গোয়ার (Bengaluru to Goa) উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু ডাবোলিম বিমানবন্দরে অবতরণের অনুমতি না পেয়ে আবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসে। দুপুর ১২.৫৫ নাগাদ বেঙ্গালুরু থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি দুপুর ২টো নাগাদ গোয়ায় অবতরণ করবে বলে এমনই ঠিক ছিল। ভিস্তারার সর্বশেষ আপডেট অনুযায়ী ফ্লাইট ইউকে ৮৮১ আবার বেঙ্গালুরু থেকে ৫টায় ছেড়েছে এবং ৬.১৫তে ডাবোলিম বিমানবন্দরে পৌঁছেছে।

আরও পড়ুন-রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর, তদন্তে পুলিশ

এর আগে, ভিস্তারা, একটি এক্স (পূর্বে টুইটার) পোস্টে গোয়া বিমানবন্দরে রানওয়ে সীমাবদ্ধতাকে ডাইভারশনের কারণ হিসাবে উল্লেখ করেছে।

আরও পড়ুন-উত্তরকাশী জেলার সিল্কিয়ারা টানেলে এখনও আটকে ৪০ জন, চলছে উদ্ধারকাজ

ভিস্তারার তরফে জানানো হয়েছে, “গোয়া বিমানবন্দরে রানওয়ে বিধিনিষেধের কারণে ফ্লাইট ইউকে ৮৮১ বেঙ্গালুরুতে ডাইভার্ট করা হয়েছে। দুর্ভাগ্যবশত, এই ধরনের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। অনুগ্রহ করে আরও আপডেটের জন্য সাথে থাকুন বা সহায়তার জন্য কর্মীদের সাথে যোগাযোগ করুন।” ফ্লাইটটি বেঙ্গালুরুতে ফিরে যাওয়ার পরে সংশ্লিষ্ট যাত্রীদের আত্মীয়রা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিন্দায় সরব হন। তবে সঠিক কি কারণে এই ঘটনা ঘটল সেটা এখনো জানা যায়নি।

Latest article