রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুর, তদন্তে পুলিশ

পুধাপান্ডি পুলিশ এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে এবং তদন্তও শুরু হয়েছে। তারা অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Must read

সোমবার সকালে তামিলনাড়ুতে (TamilNadu) প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) রাজীব গান্ধীর (Rajiv Gandhi) আবক্ষ মূর্তি ভাঙচুর করা হয়েছে। আবক্ষ মূর্তিটি কয়েক বছর আগে কন্যাকুমারী জেলার পুধাপান্ডিতে স্থাপন করা হয়েছিল এবং কংগ্রেস কর্মীরা এর রক্ষণাবেক্ষণ করছিলেন। পথচারীরা হঠাৎ দেখেন ভাঙা অবস্থায় মূর্তিটির কিছু অংশ পড়ে আছে আর এরপরেই তারা পুলিশকে বিষয়টি জানান। পুলিশকে তারা জানিয়েছেন যে আবক্ষের মাথা ভেঙে গেছে এবং কিছু অংশ ছাড়া সবটাই নিখোঁজ। ক্ষয়ক্ষতির খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন-উত্তরকাশী জেলার সিল্কিয়ারা টানেলে এখনও আটকে ৪০ জন, চলছে উদ্ধারকাজ

পুধাপান্ডি পুলিশ এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছে এবং তদন্তও শুরু হয়েছে। তারা অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আশেপাশে কোন সিসিটিভি আছে কিনা সেই বিষয়েও নজর দেওয়া হচ্ছে। রাজনৈতিক হিংসার কারণেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই মনে করছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এর পেছনে অন্য কোন ষড়যন্ত্র কাজ করছে কিনা সেই বিষয়েও নজর দেওয়া হবে।

Latest article