সংবাদদাতা নৈহাটি : উত্তর ২৪ পরগনার বারাসত আর নৈহাটি। কালীপুজোর জাঁকজমকে এ বলে আমায় দেখ, ও বলে আমায়। নৈহাটির কালীপুজোয় তুরুপের তাস ‘বড়মা’। খুবই জনপ্রিয় এই পুজো। মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়ে গেলেন। এছাড়াও থিমের অভিনবত্বে যে পুজোগুলো লোক টানছে— রেলওয়ে দিশারি মাঠের পুজো ৫০ বর্ষে।
আরও পড়ুন-সৌগত ও ৩০ কাউন্সিলরকে ভাইফোঁটা চন্দ্রিমার
স্বাভাবিকভাবেই অন্যবারের চেয়ে আয়োজনের বহর বেশি। এবার থিম প্যারিসের অপেরা হাউস। নৈহাটির সেরা পুজোর অন্যতম আইএনটিটিইউসি রেলওয়ে হকার্স ইউনিয়ন। এবার থিম ডিজনিল্যান্ড। নৈহাটি জান মহম্মদ ঘাট রোডের যুবক বৃন্দের থিম ‘অনুভূতি’। নিউ স্টার ক্লাবের চমক ‘সোনার রথ’। দেশবন্ধু পল্লীর পুজো ৭৫ বর্ষে। থিম ‘পুতুলনাচের ইতিকথা’। নৈহাটি দি লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশন করেছে ‘ওঁ’।
আরও পড়ুন-ফ্যামিলিয়াল কাইলোমাইক্রোনিমিয়া সিনড্রোম
মহাদেবকে স্মরণ করে। লোক টানছে লাইট অ্যান্ড সাউন্ড। নৈহাটি তালপুকুর রোডে দেখা যাচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা। আয়োজনে আমরা ক’জন। রামকৃষ্ণ মোড় বড়দা ব্রিজের কাছে পাড়ার সবাই ক্লাবের নিবেদন ‘স্বপ্নের দেশে’। এবার পুজো ২৬তম বর্ষে। বিশেষ আকর্ষণ ইচ্ছেপূরণের গাছ। ৭ নম্বর বিজয়নগর কাঠগোলা পুজো কমিটির থিম ‘তুলির টানে রাজস্থান’। নৈহাটি যুবক সংঘের থিম ‘অর্জুনের লক্ষ্যভেদ’। পুজো ৬৭তম বর্ষে। এছাড়াও গোপাল স্মৃতি সংঘের মণ্ডপ কাল্পনিক খড়ের মন্দিরের আদলে। আমরা ক’ভাই ক্লাবের থিম চন্দ্রযান ৩।