ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রীকে

Must read

প্রতিবেদন : দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিনদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল দেখতে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ নিঃসন্দেহে বিরল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেই আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই কাজটি করেছেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার মরুদেশে বিশ্বকাপ হলেও টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই। কারণ, দেশে অতিমারি না থাকলে চলতি আইসিসি টি-২০ বিশ্বকাপ ভারতেই আয়োজিত হত। তাই কোভিডের কারণে বিশ্বকাপ সরলেও আয়োজক ভারতই।

শেষবার ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজকও ছিল ভারত। সেবার সৌরভের আমন্ত্রণে ইডেন গার্ডেন্সে ভারত-পাকিস্তান ম্যাচের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চনদের সঙ্গে সেদিন ইডেন উদ্যান আলো করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ২০১৭ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব ১৭ ফিফা বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মাঠে গিয়ে ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী খেলাও দেখেছিলেন।

আরও পড়ুন-জয় চেয়ে যজ্ঞ

কিন্তু প্রশ্ন হল, এবার কী করবেন মুখ্যমন্ত্রী? তিনি কি বিসিসিআই প্রেসিডেন্টের আমন্ত্রণে সাড়া দিয়ে দুবাইয়ে বিশ্বকাপ ফাইনাল দেখতে যাবেন? উত্তরবঙ্গ থেকে ফিরেই বৃহস্পতিবার গোয়া গেলেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণের খবর তাঁর মাথায় রয়েছে। গোয়া থেকে শনিবার ফেরার পর হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোমবারের পরেই এ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ফাইনাল ১৪ নভেম্বর। সেদিন বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানাতে চলেছে বিসিসিআই।

Latest article