জুভেনাইল জাস্টিস বোর্ড ২ জেলায়

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : পশ্চিম বর্ধমান ও কালিম্পঙ জেলায় জুভেনাইল জাস্টিস বোর্ডের দফতর উদ্বোধনে আসানসোলে এলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। বুধবার আসানসোল জেলা আদালতচত্বরে ‘কথা’ হলে অনুষ্ঠানটি হয়। দুই জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডের দফতর উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন জেলার ২৮৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শশী।

 

করোনায় বাবা-মায়ের মৃত্যু হয়েছে এমন শিশুদের নিয়ে একটি পাইলট প্রজেক্টের সূচনা করেন তিনি। বলেন, যে শিশুর বাবা কিংবা মা কিম্বা দুজনেই কোভিডে প্রাণ হারিয়েছেন, তাদের নিয়েই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে স্নেহছায়া প্রকল্পের সূচনা করা হল। যা আগামীদিনে সারা রাজ্যে চালু করা হবে। এই প্রকল্পের জন্য একটি মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন তিনি। এই অ্যাপের মাধ্যমে ১৮ বছরের নীচে যারা কোভিডে বাবা ও মাকে হারিয়েছে, তাদের উপর বিশেষ নজর রাখবে রাজ্য সরকার। দেওয়া হবে বিশেষ সুযোগ-সুবিধা। পশ্চিম বর্ধমান ও কালিম্পঙে এত দিন জুভেনাইল জাস্টিস বোর্ডের কোনও দফতর ছিল না। আজ থেকে এই দুই জেলায় চালু করা হল সেই ব্যবস্থা। তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অভিজিৎ সেভালে, আসানসোল পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটক, সুভদ্রা বাউড়ি, অংশুমান সাহা, শ্রীময়ী কুণ্ডু, আজিজুর রহমান প্রমুখ।

Latest article