নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থীতালিকায় সব মিলিয়ে বিজেপির মাত্র ৮০ জন বা ১৩ শতাংশেরও নিচে মহিলা প্রার্থীর নাম রয়েছে। আর এই তথ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মোদির দল আসলে কতটা নারীবিদ্বেষী! ভারতীয় জনতা পার্টি মুখে যা দাবি করে, আর কাজে যা করে, তার মধ্যে আকাশ-পাতাল তফাত।
আরও পড়ুন-সংসদে বিরোধীদের কণ্ঠরোধে নয়া কৌশল
অথচ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই সংসদের বিশেষ অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। এই বিল পাশ হওয়ার জন্য কৃতিত্ব দাবি করছে মোদি সরকার। মহিলা সংরক্ষণ বিল অনুযায়ী, লোকসভা ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ হবে। অথচ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির মহিলা প্রার্থীদের সংখ্যা দেখলেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে গেরুয়া দলের ‘মেকি দৃষ্টিভঙ্গি’ স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন-আমডাঙায় খুন তৃণমূল প্রধান
বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছিল এই বিল পাশের মাধ্যমে মহিলাদের সম্মান জানিয়েছে মোদি সরকার। যদিও তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি পাঁচ রাজ্যের প্রার্থীতালিকায়। এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনে ১৩ শতাংশরও কম মহিলা প্রার্থী দিয়েছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের ৬৭৯টি আসনের মধ্যে বিজেপি ৬৪৩ টিতে প্রার্থী দিয়েছে, যার মধ্যে মাত্র ৮০ জন অর্থাৎ ১৩ শতাংশের নিচে মহিলা প্রার্থীর নাম রয়েছে।
আরও পড়ুন-পর্যটকদের জন্য নতুন রূপে সেজে উঠছে গড়চুমুক
১৭ নভেম্বর হতে চলা বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ২৩০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১২ শতাংশ অর্থাৎ ২৮ জনকে প্রার্থী করেছে বিজেপি। গত বছর এই সংখটা ছিল আরও কম, ২৪ জন। মরুরাজ্য রাজস্থানে মহিলা প্রার্থীর হার আরও কম। এখনও পর্যন্ত ২০০ আসনবিশিষ্ট রাজস্থান বিধানসভায় বিজেপি ২০ জন অর্থাৎ ১২ শতাংশেরও কম মহিলাকে প্রার্থী করেছে।
আরও পড়ুন-চন্দননগরে জগদ্ধাত্রীর বড় আকর্ষণ আলোই
গত ১ অক্টোবর ছত্তিশগড়ে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করায় তাঁর প্রতি মহিলাদের আশীর্বাদ রয়েছে। যদিও সেই ছত্তিশগড়েই বিজেপি মোট ৯০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১৪ জন অর্থাৎ ১৬ শতাংশেরও কম মহিলাকে প্রার্থী করেছে। তেলেঙ্গানায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, শক্তি আরাধনায় ভাবাবেগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তাঁর সরকার। যদিও ১১৯ আসনবিশিষ্ট তেলেঙ্গানায় মাত্র ১৪ জন অর্থাৎ ১২ শতাংশ মহিলাকে প্রার্থী করেছে তাঁর দল। মিজোরামেও সেই চিত্রের খুব একটা বদল হয়নি। উত্তর-পূর্বের এই রাজ্যে মোট ২১ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন অর্থাৎ ১৯ শতাংশ মহিলা প্রার্থী। অর্থাৎ ৫ রাজ্য মিলিয়ে মোট ৬৪৩ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮০ জন অর্থাৎ ১৩ শতাংশের কম মহিলা প্রার্থী করেছে বিজেপি।