পথকুকুর কামড়ালে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, রায় দিল হাইকোর্ট

পথকুকুর কামড়ানোর দায় রাজ্য সরকারের। এজন্য আক্রান্তদের দিতে হবে ক্ষতিপূরণও। নজিরবিহীন নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

Must read

প্রতিবেদন : পথকুকুর কামড়ানোর দায় রাজ্য সরকারের। এজন্য আক্রান্তদের দিতে হবে ক্ষতিপূরণও। নজিরবিহীন নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

আরও পড়ুন-মহিলা বিল পাশের কৃতিত্ব জাহির, অথচ নির্বাচনে প্রার্থীতালিকায় মহিলারা ব্রাত্য!

এক মামলার সূত্রে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে, পথকুকুরের কামড়ে আহতদের ন্যূনতম দশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিটি দাঁতের দাগ- পিছু আক্রান্তকে দশ হাজার টাকা এবং কামড়ানোর ফলে মাংস উঠে গেলে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলকে এই ধরনের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারদের সভাপতিত্বে কমিটি গঠন করতে হবে।

আরও পড়ুন-সংসদে বিরোধীদের কণ্ঠরোধে নয়া কৌশল

গত কয়েক বছরে বহু মানুষ পথকুকুরের দ্বারা আক্রান্ত হয়েছেন। কুকুরের কামড়ে শ’য়ে শ’য়ে মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এনে একাধিক মামলাও হয়। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে এই ধরনের শতাধিক আবেদন জমা পড়েছিল। এরকমই মোট ১৯৩টি আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে এই বেনজির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Latest article