সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ থেকে সৌদি আরবে শ্রমিকের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন নবগ্রাম থানার গুড়ো শান্তিপাড়া গ্রামের রফিকুল শেখ (Rafikul Shaikh)। কয়েক দিন তাঁর সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করতে না পেরে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, ‘সৌদিতে কাজে গিয়ে রফিকুল শেখের (Rafikul Shaikh) নিখোঁজের খবর পেয়েছি। তৃণমূলের তরফে সর্বতোভাবে ওঁর পরিবারের সঙ্গে আছি। চেষ্টা করছি যাতে কোনওভাবে যোগাযোগ করা যায়।’ গুড়ো শান্তিপাড়া গ্রামের বাসিন্দা বছর ঊনত্রিশের রফিকুল শেখ এক বছর আট মাস আগে আশপাশের গ্রামের কয়েকজনের সঙ্গে সৌদিতে শ্রমিকের কাজ করতে যান। রফিকুলের স্ত্রী সারজিনা বিবি বলেন, ‘সৌদি থেকে আমার স্বামী নিয়মিত ফোনে কথা বলত এবং মাসে মাসে টাকা পাঠাত। কিন্তু গত তিনদিন ধরে তার সাথে আমরা কোনওভাবেই যোগাযোগ করতে পারছি না। সৌদিতে আমার স্বামী হুমায়ুন কবির নামে একজনের সঙ্গে একই ঘরে থাকত। তার সঙ্গে ফোনে যোগাযোগ করে জানতে পেরেছি গত কয়েকদিন ধরে আমার স্বামীকে কেউ খুঁজে পাচ্ছে না। বাজার করতে যাবে বলে বেরিয়ে আমার স্বামী নাকি ফিরে আসেনি। ফোনও বন্ধ। ওঁরাও স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছেন। সারজিনা বলেন, আমাদের চার বছরের মেয়েকে ভালভাবে পড়ানো এবং বিয়ে দিতে অতিরিক্ত আয়ের আশায় স্বামী সৌদিতে কাজ করতে যায়। কোথায় অভিযোগ জানালে স্বামীর তথ্য পাওয়া যাবে সে-বিষয়ে ধারণা নেই। তাই স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসনকে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে সাহায্য চেয়েছি। তৃণমূল নেতারা আশ্বাস দিয়েছেন।’ পরিবারের একমাত্র রোজগেরে সদস্য বিদেশে গিয়ে হঠাৎই নিখোঁজ হওয়ায় অথৈ জলে পড়ে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের পরিবারটি।