লোকসভা ভোটের আগে ফের শক্তিবৃদ্ধি তৃণমূলের

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের একবার মুর্শিদাবাদ জেলায় শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। উল্টো দিকে শক্তিক্ষয় হল কংগ্রেসের। শনিবার ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিলেন সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির ২ কংগ্রেস সদস্য। ফলে ২৭ আসনের সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের সদস্য কমে দাঁড়ালো মাত্র একে। এ বছর পঞ্চায়েত নির্বাচনে সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির ২১টি আসনে জয়ী হয় তৃণমূল। পাঁচটি আসনে কংগ্রেস এবং একটিতে জয় পায় বিজেপি। আগেই দুই কংগ্রেস সদস্য তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়েছেন। শনিবার বিধায়ক মনিরুল ইসলাম, সাংসদ খলিলুর রহমান, আইএনটিটিইউসির জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি আমিরুল ইসলামের হাত ধরে আরও দুই কং সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতিতে বিরোধী সদস্য কমে দাঁড়াল দুইয়ে। বিধায়ক মনিরুল ইসলাম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নে সামিল হওয়ার পাশাপাশি বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনার জবাব দেওয়ার লক্ষ্যেই আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তৃণমূলে চলে আসছেন। পশ্চিমবঙ্গে তৃণমূলের বিকল্প নেই। শনিবারই বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে ফরাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের দুই এবং এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। ১৬ আসনের এই গ্রাম পঞ্চায়েতে ১৩ আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। বাকি তিন আসনের জয়ী কংগ্রেস ও বিজেপি সদস্যরা সকলেই তৃণমূলে যোগ দেওয়ার ফলে বিরোধীশূন্য হয়ে গেল এই পঞ্চায়েতটি।

আরও পড়ুন- দু’দিন পরেই শুরু বিজিবিএস: অংশ নেবেন দেশ-বিদেশের শিল্পপতিরা, দেখে নিন তালিকা

Latest article