প্রতিবেদন : হামাসকে নিকেশ করার হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলি বায়ুসেনার লাগাতার হামলায় এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর গাজা (Gaza)। উত্তরকে তছনছ করে এবার দক্ষিণ গাজায় (Gaza) বিমান হামলা শুরু করল ইজরায়েল। আর তাই দক্ষিণ গাজার অসামরিক বাসিন্দাদের অবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর দেশ। ঘরবাড়ি ফেলে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে। সেখানেও মাঝেমধ্যে বোমার আক্রমণের খবর মিলছে। এদিকে দক্ষিণ গাজায় বিমান হামলায় মৃত্যু হয়েছে ৩২ জনের। আশঙ্কা করা হচ্ছে নতুন করে এবার ধ্বংসের মুখোমুখি দক্ষিণ গাজা। উত্তর গাজা বিপদসঙ্কুল বলে যে নাগরিকরা এতদিন দক্ষিণমুখী হয়েছিলেন তাঁরাও এখন প্রবল শঙ্কায় কাটাচ্ছেন। ইজরায়েল আর হামাসের রক্তক্ষয়ী দ্বন্দ্বে ভয়াবহ সংকটের মুখে সাধারণ মানুষের জীবন। সিএনএন সূত্রে খবর, বুধবারই ইজরায়েলের পক্ষ থেকে দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউনিসের পূর্ব দিকে বনি শুহাইলা, খুজা, আবাসান এবং আল কারা অঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেট ফেলা হয়েছে। সেখানকার বাসিন্দাদের অবিলম্বে ওইসব এলাকা ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। লিফলেটে বলা হয়েছে, জঙ্গি সংগঠনগুলির ব্যবহার করা সব বাড়িকে নিশানা করা হবে। আইডিএফ সাধারণ মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে চায়। তাই আপনারা শীঘ্রই এলাকা খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যান। দক্ষিণ গাজার খান ইউনিস অত্যন্ত ঘিঞ্জি একটি শহর। ৪ লক্ষের বেশি মানুষ এখানে বসবাস করেন। শুক্রবার রাত থেকে এই শহরেই লাগাতার বিমান হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, শহরের দুটি অ্যাপার্টমেন্ট ও একাধিক বহুতলে বিমান হামলা চালায় ইজরায়েল সেনা। এর জেরে শনিবার ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।