অবনতির শীর্ষে মধ্যপ্রদেশ, রিপোর্ট প্রকাশ তৃণমূলের

Must read

প্রতিবেদন : শুক্রবারই মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ২৩০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। তারপরেই এই বিজেপি রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের হাল নিয়ে প্রশ্ন তুলে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকারের অবনতির রিপোর্ট তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে, গত ন’বছরে দেশের মধ্যে ক্রমশ সবদিক থেকেই নিচের সারিতে নেমে গিয়েছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)।
আর্থ-সামাজিক ভিত্তিতে করা সমীক্ষার রিপোর্ট প্রতিবেদন আকার প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সেই প্রতিবেদন তুলে ধরেই বিজেপিকে তুলোধোনা করেছে বাংলার শাসকদল। তৃণমূলের বক্তব্য, বিজেপির ডবল ইঞ্জিন সরকার কেমন নেতিবাচক ফল দিচ্ছে তার নমুনা তুলে ধরা হল। গত ২০ বছরের মধ্যে ১৮ বছর ধরেই মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি। তার মধ্যে মোদি সরকার নয় বছরেরও বেশি সময়ে কেন্দ্রে রাজত্ব করেছে। তবুও এই রাজ্য আজ বেশিরভাগ আর্থ-সামাজিক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু এনএসডিপি এবং শিল্প প্রবৃদ্ধি সবই তলানিতে। প্রতিশ্রুতিভঙ্গ এবং স্বপ্নপূরণ না করাই মধ্যপ্রদেশে বিজেপির ধারাবাহিকতার ফল।
যেকোনও রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডবল ইঞ্জিন সরকারের ঢাক পেটান। একটা অদ্ভুত স্বপ্ন দেখানো হয়, যে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার থাকলে সেই রাজ্যে প্রবল উন্নয়ন হবে। অথচ বাস্তবে চিত্রটা একেবারেই উল্টো। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ হোক অথবা অসম, ত্রিপুরা বা মধ্যপ্রদেশ— উন্নয়নের নিরিখে দেশের অন্যান্য রাজ্য থেকে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি নেতৃত্বকে। তিনি বলেন, উন্নয়নের রিপোর্ট কার্ডের ভিত্তিতে আলোচনায় বসুন। এবার পরিসংখ্যানেই দেখা যাচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের আর্থ-সামাজিক অবস্থা কতটা তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশবাসীর
রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার।

আরও পড়ুন- পাঞ্জাবে পুলিশ আধিকারিককে গুলি করে খুন

Latest article