১৯ নভেম্বর সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবার মিস ইউনিভার্সের মুকুট উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের (Sheynnis Palacios) মাথায়। চলতি বছরে মিস ইউনিভার্স ২০২৩ সুন্দরী প্রতিযোগীতার দৌড়ে শ্বেতা শারদা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
আরও পড়ুন-রাজনীতিতে পা দিলেন শাকিব আল হাসান
প্রতিযোগীতায় দ্বিতীয় রানার আপ হলেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং প্রথম রানার আপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। ভারতীয়রা ১৯ নভেম্বর সকাল ৬.৩০ টা থেকে মিস ইউনিভার্সের ইউটিউব চ্যানেল এবং এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতাটি দেখার সুযোগ পেয়েছন। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ৯০টি দেশ অংশগ্রহণ করেছে। ভারতের হয়ে এই বছর প্রতিনিধিত্ব করেছেন চণ্ডীগড়ের বাসিন্দা শ্বেতা শারদা।
আরও পড়ুন-রেলের ভাড়া বৃদ্ধিতে নেই নিয়ন্ত্রণ, এক্স হ্যান্ডেলে ক্ষোভ মুখ্যমন্ত্রীর
শ্বেতা শারদা ইন্দিরা গান্ধী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ। বয়স ২৩ ও শ্বেতা মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী। টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছেন তিনি। ডান্স ইন্ডিয়া ডান্স, ডান্স দিওয়ানে এবং ডান্স প্লাসের মতো রিয়ালিটি শোয়ে দেখা গিয়েছে তাকে। রিয়্যালিটি শো ‘ঝলক দিখলাজা’-র কোরিওগ্রাফার হিসেবে চুক্তি করেছিলেন তিনি।