প্রয়াত ধুম-এর পরিচালক সঞ্জয় গাধভী

সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ ছায়াছবি দিয়ে পরিচালনায় পা রাখেন তিনি। তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেন

Must read

আজ রবিবার ধুম-খ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় গাধভী (Sanjay Gadhvi) তাঁর মুম্বাইয়ের বাড়িতে প্রয়াত হন। তাঁর মেয়ে সনজিনা গাধভী মৃত্যুর খবর জানান। ৫৭তম জন্মদিনের মাত্র ৩ দিন আগে মারা গেলেন পরিচালক। হৃতিক রোশন অভিনীত ২০০৪ সালের সিনেমা ধুম এবং ২০০৬ সালের সিক্যুয়েল ধুম ২ পরিচালনা করেছেন তিনি।

আরও পড়ুন-২০২৩ মিস ইউনিভার্সের খেতাব জিতলেন শেনিস পালাসিওস, ভারতের প্রতিনিধিত্ব করলেন শ্বেতা শারদা

সানজিনা জানিয়েছেন, ‘আজ সকাল ৯.৩০ মিনিটে বাড়িতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই যে কীভাবে বাবা মারা গিয়েছেন, তবে সম্ভবত হার্ট অ্যাটাক। তিনি অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন।’

আরও পড়ুন-রাজনীতিতে পা দিলেন শাকিব আল হাসান

সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ ছায়াছবি দিয়ে পরিচালনায় পা রাখেন তিনি। তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেন। ধুম, ধুম ২ এবং ২০০২ সালের মেরে ইয়ার কি শাদি হ্যায় বেশ সুনাম অর্জনকরেছিল বক্স অফিসে। ২০০৮ সালে সঞ্জয় দত্ত, ইমরান খান এবং মিনিশা লাম্বা-অভিনীত কিডন্যাপ, ২০১২ সালে অর্জুন রামপাল-অভিনীত আজব গজব লাভ এবং ২০২০ সালে অপারেশন পরিন্দে-ও পরিচালনা করেছিলেন সঞ্জয় গাধভী।

আরও পড়ুন-রেলের ভাড়া বৃদ্ধিতে নেই নিয়ন্ত্রণ, এক্স হ্যান্ডেলে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

এই মর্মে পরিচালকের স্মৃতিচারণ করে ইন্সটাগ্রামে অভিষেক বচ্চন লিখেছেন,’কখনও ভাবিনি যে এভাবে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে , ‘দক্ষিণ আফ্রিকায় ‘ধুম ২’-এর ক্লাইম্যাক্সের শ্যুটিংয়ের সময় আমি সঞ্জয়ের এই ছবি তুলেছিলাম। আমরা একসঙ্গে দুটি ছবি বানিয়েছি- ‘ধুম’ ও ‘ধুম ২’। সঞ্জু, গত সপ্তাহে যখন আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম এবং আমরা আমাদের শুটিংয়ের কথা আলোচনা করছিলাম তখন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমাকে এমন একটি পোস্ট লিখতে হবে। আমি হতবাক।’

Latest article