প্রতিবেদন : দাপুটে জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করেছে ভারত (Indian football team)। কুয়েতকে তাদের মাঠে হারিয়ে মঙ্গলবার ভুবনেশ্বরে ঘরের মাঠে গত বিশ্বকাপের আয়োজক কাতারের বিরুদ্ধে নামছে ইগর স্টিমাচের দল। ঘরের মাঠের সমর্থন পাশে নিয়ে কাতারকে হারিয়ে পরের রাউন্ডে ওঠার লক্ষ্যে এগোতে চায় ভারত। ‘এ’ গ্রুপে কাতার তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮-১ গোলে হারিয়েছে। তাই সুনীল ছেত্রীদের কাজটা সহজ হবে না।
কুয়েত থেকে ফিরে ভুবনেশ্বরে ওড়িশা ফুটবল অ্যাকাডেমির মাঠে প্রস্তুতি সারছে ইগর স্টিমাচের দল (Indian football team)। কুয়েতের বিরুদ্ধে দুরন্ত গোল করে ভারতকে জয় এনে দিয়েছেন মনবীর সিং। দেশের মাঠেও শক্তিশালী কাতারের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে চান ভারতীয় স্ট্রাইকার। মনবীর বলছেন, ‘‘কুয়েতের বিরুদ্ধে গোল করে আমি খুশি। কিন্তু আমি ধন্যবাদ দেব সতীর্থদের। সবার পরিশ্রমের ফসল আমার গোল। এই ধরনের বড় ম্যাচে গোল পেলে নিজেকে ভাগ্যবান মনে হয়। পরের ম্যাচগুলোতে আরও গোল করতে চাই।’’
ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান বলছেন, ‘‘কিংস কাপ এবং মারডেকায় আমরা ভাল ফল করিনি। হতাশ হলেও ওই ম্যাচগুলো থেকে আমরা শিখেছি। সেটাই বিশ্বকাপের বাছাইপর্বের বড় ম্যাচগুলোর প্রস্তুতিতে সাহায্য করছে।’’
আরও পড়ুন- কাপ না জিতলেও দল নিয়ে গর্ব হচ্ছে : রোহিত