কাপ না জিতলেও দল নিয়ে গর্ব হচ্ছে : রোহিত

Must read

অনির্বাণ দাস: আমার মনে হয় জেতার জন্য আমরা যথেষ্ট ছিলাম না। তবে এই দলের জন্য আমার গর্ব হচ্ছে। আমরা এই টুর্নামেন্টে ভাল ক্রিকেট খেলেছি। ফাইনালের পর রবি শাস্ত্রীকে এমনই বললেন রোহিত শর্মা (Rohit sharma)।
বিশ্বকাপের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি। কিন্তু মহম্মদ শামি ও রোহিতের পারফরম্যান্সেরও প্রচুর প্রশংসা হচ্ছে। অধিনায়ক নিজে প্রায় প্রত্যেক ম্যাচে পাওয়ার প্লে-তে ঝড় তুলে দিয়ে মিডল অর্ডারকে সুবিধা করে দিয়েছেন।
আরও এক নকআউটে হার। আরও একবার আইসিসি টুর্নামেন্ট নাগালের বাইরে থাকল ভারতের। পরের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সময় রোহিতের ৪০ বছর বয়স হয়ে যাবে। ফলে এটা এখনই বলে দেওয়া যায় যে, আমেদাবাদে রবিবার শেষবারের মতো মেগা ইভেন্টে অংশ নিলেন হিটম্যান।
রোহিত বলছিলেন, ২০-৩০ রান বেশি হলে হয়তো আরেকটু লড়াই হত। কিন্তু অস্ট্রেলিয়া এদিন জেতার মতো খেলেছে। তাঁর কথায়, আমরা পরপর উইকেট হারিয়েছি। না হলে একটা সময় মনে হচ্ছিল ২৭০-৮০ রান উঠে যাবে। বিরাট আর রাহুল যেভাবে খেলছিল তাতে ভেবেছিলাম এই রানটা উঠবে।
কিন্তু আদতে সেটা হয়নি। অধিনায়কের আক্ষেপ, হেড আর লাবুশেনের মতো পার্টনারশিপ তাদের হয়নি। তাঁর আরও বক্তব্য, অস্ট্রেলিয়াকে ৪৭/৩ করে দেওয়ার পর তাঁরা আর এগোতে পারেননি। অথচ বোর্ডে ২৪০ রানের মতো স্কোর থাকলে শুরুতেই ধাক্কা দেওয়ার দরকার ছিল। সেটা হলেও এগোনো যায়নি।
রোহিত (Rohit sharma) মানলেন যে, উইকেট পরের দিকে সহজ হয়ে এসেছিল। তিনি বলেন, আমরা এটা জানতাম। ওরা যখন ব্যাট করেছে তখন আলোর নিচে উইকেট সহজ হয়ে গিয়েছিল। কিন্তু আমি এটাকে অজুহাত হিসেবে বলছি না। অস্ট্রেলিয়া জেতার মতো খেলেছে বলেই কাপ নিয়ে গেল।

আরও পড়ুন- গাজার দায়িত্ব ছাড়ুক হামাস, দাবি আমেরিকার

Latest article