ভোটের রাজস্থান: ফৌজদারি অপরাধে এগিয়ে বিজেপিই

Must read

প্রতিবেদন : রাজস্থানের (Rajasthan Election) বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। ২৫ নভেম্বর ভোট হবে এই মরুরাজ্যে। এরইমধ্যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এর রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ২০০টি আসনের জন্য মোট ১,৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৩২৬ অর্থাৎ ১৭ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর সব থেকে বেশি অপরাধের মামলা রয়েছে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। ২০০টি আসনের রাজস্থান বিধানসভার বিজেপির প্রার্থীতালিকার মধ্যে রিপোর্ট অনুযায়ী ৩১ শতাংশ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। দাগি অপরাধী প্রার্থীদের পাশাপাশি বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যাও বেড়েছে। ১৮৭৫ জন প্রার্থীর মধ্যে ৬৫১ জন প্রার্থী কোটিপতি।
রাজস্থান (Rajasthan Election) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মোট প্রার্থীর মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে। এমনকী এডিআর রিপোর্ট অনুযায়ী, একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। একইভাবে ৩৪ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। বিজেপির সর্বাধিক ৮৮ শতাংশ প্রার্থী কোটিপতি। রাজস্থান নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৪১ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ৪৯ শতাংশ স্নাতক বা তার বেশি, ১৩৭ জন নিজেদের নাম সই করতে পারেন এবং ১১ জন নিরক্ষর।

আরও পড়ুন- গাজার দায়িত্ব ছাড়ুক হামাস, দাবি আমেরিকার

Latest article