মা-বাবা কেউই বাড়িতে ছিল না। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু ৪ সন্তানের। বাড়ি ফিরে সন্তানদের মৃত অবস্থায় দেখে চোখের জলে বুক ভাসালেন মা-বাবা। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar pradesh) উন্নাওয়ের।
পুলিশ সূত্রে খবর, উন্নাওয়ের (Uttar pradesh- Unnao) লালমানখেদা গ্রামের বাসিন্দা বীরেন্দ্র কুমার এবং তাঁর স্ত্রী শিবদেবী। তাঁদের ৪ সন্তান- মায়ঙ্ক (৯), হিংমাশী (৮), হিমাঙ্ক (৬) ও মানসী(৪)। রবিবার সন্তানদের বাড়িতে রেখে তাঁর বেরিয়েছিলেন। বিকেলে ফিরে এসে দেখলেন সন্তানরা মাটিতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টেবিলে রাখে পাখা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। ভাইবোন একে অপরকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-বিশাখাপত্তনম বন্দরে আগুনে ভস্মীভূত ৩৫টি মাছ ধরার নৌকা, কয়েক কোটির ক্ষতি আশঙ্কা