বিহারে ছট পুজো উপলক্ষে ৭ জেলায় জলে ডুবে মৃতের সংখ্যা ১৩

নিয়ম অনুযায়ী, সূর্য দেবতার বোন ঊষা, প্রকৃতি, জল, বায়ু এবং ষষ্ঠী মাকে উৎসর্গ করে পুজো করা হয়। সবমিলিয়ে ছট চার দিন ধরে চলে

Must read

ছট পুজোর (Chhath puja) ষষ্ঠী রবিবার ছিল। বিহার (Bihar) সহ অনেক রাজ্যে বেশ সাড়ম্বরে এই উৎসব পালিত হয়েছে। এদিকে উৎসবের দিনে বিহারে ঘটে গিয়েছে মারাত্মক দুর্ঘটনা। বিহারের সাত জেলায় মোট ১৩ জনের জলে ডুবে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার দিনই এই সব ঘটনার খবর আসে।

আরও পড়ুন-সাঁওতালি সহরাই পরবে মেতেছে জঙ্গলমহল, শহরও

উপবাসের পর যেকোন জলাশয়ে গিয়ে রীতি পালন করে ছট উৎসব উদযাপিত হয়। এই অনুষ্ঠান উপলক্ষ্যেই বিহারে প্রতি বছর ব্যাপক জমায়েত দেখা যায়। পাটনা, খাগরিয়া, সহরসা, দরভাঙ্গা, মুঙ্গের, বেগুসরাই থেকে মৃত্যুর খবর পাওয়া যাবে। সোমবার বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগ (ডিএমডি) জানিয়েছে সকাল ৮.১৫ মিনিট নাগাদ পাটনা জেলায় ব্রহ্মপুর এলাকায় একটি পুকুরে তিনজন ডুবে মারা গিয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ খাগরিয়ায় চৌথাম ও পার্বতা এলাকায় পৃথক দুটি ঘটনায় জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার থেকে দারভাঙ্গা ও সমস্তিপুর জেলায় দু’জন এবং বেগুসরাই, মুঙ্গের ও সহরসা জেলায় একজন ডুবে মারা গিয়েছেন। শেষপাড়া খবর অনুযায়ী মৃতদের পরিচিতি এখনও জানা যায়নি।

আরও পড়ুন-অসুস্থ অদিতি মুন্সী, বাতিল করলেন একাধিক শো

উল্লেখ্য, ছট পুজো কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। চতুর্থী তিথি থেকে স্নান এবং খাওয়ার মাধ্যমে শুরু হয় এবং সপ্তমী তিথিতে উপবাস ভাঙে পুণ্যার্থীরা। নিয়ম অনুযায়ী, সূর্য দেবতার বোন ঊষা, প্রকৃতি, জল, বায়ু এবং ষষ্ঠী মাকে উৎসর্গ করে পুজো করা হয়। সবমিলিয়ে ছট চার দিন ধরে চলে।

 

Latest article