সাঁওতালি সহরাই পরবে মেতেছে জঙ্গলমহল, শহরও

শুধু গ্রাম নয়, শহরও মাতল সাঁওতালি সহরাই উৎসবে। রবিবার পুরুলিয়া শহরের নিমটাঁড় এলাকায় পালিত হল খুন্টাও বা সারদি মাহা।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : শুধু গ্রাম নয়, শহরও মাতল সাঁওতালি সহরাই উৎসবে। রবিবার পুরুলিয়া শহরের নিমটাঁড় এলাকায় পালিত হল খুন্টাও বা সারদি মাহা। মাদল বাজিয়ে উৎসবে সামিল হলেন পুরুলিয়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রশাসক রেবতীরমণ টুডু। বান্দোয়ানে নাচে অংশ নিয়েছেন তৃণমূল আদিবাসী সেলের সভাপতি কলেন্দ্রনাথ মান্ডি। জঙ্গলমহল জুড়েই এই উৎসব ঘিরে জনসংযোগে নেমেছে দল।

আরও পড়ুন-মঙ্গলবার থেকে বিশ্ব-বাংলা বাণিজ্য সম্মেলন, নিউটাউন চত্বরে কড়া নিরাপত্তা

তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, সহরাই সাঁওতাল সমাজের অন্যতম উৎসব। কার্তিক মাসের অমাবস্যা থেকে পরবর্তী একমাসের মধ্যে গ্রামভিত্তিক দিন ঠিক করে পাঁচদিনের এই উৎসব হয়। এক গাঁয়ের কুটুম অন্য গ্রামে উৎসবে যোগ দিতে পারেন। উৎসবে প্রথম দিন হল উম বা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দিন। দ্বিতীয় দিন বোঙ্গাবুরু বা ঈশ্বরের পুজোর দিন। তৃতীয় দিন খুন্টাও বা নাচগানের দিন। চতুর্থ দিন জালে মাহা বা যৌবনবরণের দিন এবং পঞ্চম দিন গাদয় মাহা বা আনন্দের দিন।

আরও পড়ুন-জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে, মহিষাদলে বিজেপির গুন্ডামি সমবায় সভায়

জঙ্গলমহল জুড়ে চলছে এই উৎসব। রাত নামলেই ধামসা মাদলের বোলে, নাচের ছন্দে মোহময় হয়ে উঠছে পরিবেশ। রেবতী বলেন, ফাগুন-চৈত্র মাসের সারহুল এবং কার্তিকের সহরাই হল সাঁওতালদের সবচেয়ে বড় পরব। এখানে অসাঁওতালরাও আমন্ত্রণ পান। ঘরে তৈরি পিঠে দিয়ে আপ্যায়ন করা হয় সকলকে। বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, সহরাই উৎসবের জন্যই আদিবাসী গ্রামগুলিতে দেওয়াল রঙিন করে সাজানো হয়। তা দেখতেও অনেকে আসেন।

Latest article