মঙ্গলবার থেকে বিশ্ব-বাংলা বাণিজ্য সম্মেলন, নিউটাউন চত্বরে কড়া নিরাপত্তা

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য নিউটাউন চত্বরে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

Must read

নিউটাউনে (Newtown) বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এই বাণিজ্য সম্মেলন ২১ নভেম্বর ও ২২ নভেম্বর চলবে। দেশ-বিদেশের অনেক শিল্পপতিরা এই সম্মেলনে যোগ দিতে আসবেন। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য নিউটাউন চত্বরে থাকছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে প্রকাশ্য দিবালোকে মহিলাকে অপহরণ

বেশ কিছু ক্ষেত্রে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে। ২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি ওই পথে চলাচল করতে দেওয়া হবে না। সকাল ৭টা থেকে মাঝরাত পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে কড়াকড়ি থাকছে। নিউটাউন চত্বরে বিশ্ব বাংলা সরণি হয়ে যে বাস চলাচল করে সেগুলিরও যাত্রাপথ আগামিকালের জন্য পরিবর্তন করা হবে।

আরও পড়ুন-ফাঁকা বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৪ ভাইবোনের!

বিধাননগর পুলিশের তরফে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন উপলক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে চিংড়িঘাটা থেকে নিউটাউন হয়ে বিমানবন্দরের দিকে যে মোট দশটি বাস রুট রয়েছে সেগুলিকে আগামিকাল সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ভিআইপি রোড হয়ে চলাচল করতে হবে। চিনার পার্কের থেকে নারকেলবাগানের দিকের বাসগুলিকে আকাঙ্খা মোড় হয়ে যেতে হবে।

আরও পড়ুন-রাত পোহালেই শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বস্ত্রশিল্পে আসছে বিপুল বিনিয়োগ

প্রসঙ্গত, এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দিকে নজর সবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার পর স্বাভাবিকভাবেই এবারের বাণিজ্য সম্মেলন ঘিরে জল্পনা তুঙ্গে। আগামিকাল ও বুধবার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শিল্পপতি ও উদ্যোগপতিরা থাকবেন। এই অবস্থায় প্রস্তুত বিধাননগর পুলিশ। পুলিশের তরফে খবর, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য প্রায় দেড় হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে।

Latest article