প্রতিবেদন : শুধুমাত্র অর্থনৈতিক বা শিল্পবিশেষজ্ঞ হিসেবেই নয়, সভার সুচারু সঞ্চালক হিসেবেও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র (BGBS- Amit mitra) প্রমাণ করলেন তাঁর প্রতিভা। তাঁর সঞ্চালনায় প্রকৃত অর্থেই মুগ্ধ দেশ-বিদেশের অতিথিরা। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে সঞ্চালকের ভূমিকায় ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (BGBS- Amit mitra)। উপস্থিত দেশ-বিদেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয়পর্বে তাৎপর্যপূর্ণ ভূমিকা নেন তিনি। প্রত্যেকের সম্পর্কে তুলে ধরেন প্রয়োজনীয় তথ্য। শিল্পপতি বা উদ্যোগপতি হিসেবে তাঁদের অতীত অবদান ব্যাখ্যা করেন। তুলে ধরেন ভবিষ্যতের সম্ভাবনার কথা। এদেশে বা এরাজ্যের শিল্পায়নে তাঁদের আগ্রহ এবং বিনিয়োগের ইতিবাচক দিকও প্রতিফলিত হল তাঁর সুচারু সঞ্চালনার মধ্যে দিয়ে। কোন শিল্পে কে কত টাকা বিনিয়োগ করতে আগ্রহী তার মোটামুটি একটা ছবি ফুটিয়ে তোলার প্রয়াস। এদিনে সম্মেলনে যোগ দিয়েছিলেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ও।
আরও পড়ুন- বেঙ্গল রেডি ফর বিজনেস: আসুন বিনিয়োগ করুন, BGBS-এর মঞ্চ থেকে আহ্বান সঞ্জীব গোয়েঙ্কার