চারে চার, লিগে ছুটছে মহামেডান

মহামেডান ২ ইন্টার কাশী ০

Must read

প্রতিবেদন : আই লিগে জয়রথ ছুটছে মহামেডানের (Mohammedan vs Inter kashi)। মঙ্গলবার লখনউয়ে অ্যাওয়ে ম্যাচে লিগের নতুন দল ইন্টার কাশীকে ২-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। টানা চার ম্যাচে জিতল তারা। সাদা-কালোর দুই গোলদাতা এডি হার্নান্ডেজ এবং আঙ্গুসানা। ৬ ম্যাচ খেলে পঞ্চম জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে লিগে শীর্ষস্থান মজবুত করল মহামেডান।
ম্যাচের ৪৪ মিনিটে এডি হার্নান্ডেজের গোলে এগিয়ে যায় মহামেডান (Mohammedan vs Inter kashi)। লিগে হন্ডুরাসের ফরোয়ার্ডের দ্বিতীয় গোল। আগের ম্যাচে সাদা-কালো জার্সিতে অভিষেকেই গোল করেছিলেন এডি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ঝাঁজ বাড়িয়ে ব্যবধান বাড়ায় মহামেডান। ৪৯ মিনিটে গোল করেন আঙ্গুসানা। এরপর একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মহামেডান। ফলে জয়ের ব্যবধান আর বাড়েনি।
জয়ের দৌড়ের মধ্যেই মহামেডান জোর ধাক্কা খেয়েছে দুই বিদেশি ফুটবলারের শাস্তিতে। সূত্রের খবর, রেফারিকে অপমানজনক মন্তব্যের জেরে কাশিমভকে সম্ভবত ৮ ম্যাচ এবং অ্যালেক্সিসকে আরও তিন ম্যাচের জন্য সাসপেন্ড করতে চলেছে ফেডারেশন। দুই ফুটবলারের শাস্তি মকুবের দাবিতে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে আবেদন করতে চায় মহামেডান।

আরও পড়ুন- বেঙ্গল রেডি ফর বিজনেস: আসুন বিনিয়োগ করুন, BGBS-এর মঞ্চ থেকে আহ্বান সঞ্জীব গোয়েঙ্কার

Latest article