তৈরি হল ৫ নীতি

Must read

প্রতিবেদন : মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বিভিন্ন ক্ষেত্রের সুনির্দিষ্ট নীতি নির্ধারণের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন মূল অনুষ্ঠানের ফাঁকে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির এই পাঁচটি নীতি নির্ধারণের কথা জনসমক্ষে আনলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের ফাঁকে মূল মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও মুকেশ আম্বানি দু’জনে রিমোটে এর উদ্বোধন করলেন। এগুলি হল— ওয়েস্ট বেঙ্গল লজিস্টিক পলিসি, ওয়েস্ট বেঙ্গল ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন পলিসি, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রোমোশন পলিসি, ওয়েস্ট বেঙ্গল গ্রিন হাইড্রোজেন পলিসি এবং ওয়েস্ট বেঙ্গল নিউ অ্যান্ড রিনিউয়েবেল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্রোমোশন পলিসি। এর পাশাপাশি এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়েরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিল্পপতি মুকেশ আম্বানি।

আরও পড়ুন- BGBS: ‘অগ্নিকন্যা’ মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বাংলায় আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা মুকেশ আম্বানির

Latest article