ডাঃ বদ্রীনাথ প্রয়াত, শোক মুখ্যমন্ত্রীর

Must read

গরিব মানুষের চোখের সুচিকিৎসার জন্য শঙ্কর নেত্রালয় খুলেছিলেন বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ এস এস বদ্রীনাথ (S.S. Badrinath)। দীর্ঘদিন রোগভোগের পর মঙ্গলবার ভোরে চেন্নাইয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর পরিবার, বন্ধুবান্ধব, প্রশংসক এবং উত্তরসূরিদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘আমি গভীরভাবে শোকাহত। ডাঃ বদ্রীনাথের মৃত্যু ভারতের চিকিৎসা ক্ষেত্রে গভীর ক্ষতি। বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে তিনি বিশাল অবদান রেখেছেন তার জন্য একটি বড় ক্ষতি।’ বদ্রীনাথের (S.S. Badrinath) জন্ম চেন্নাইয়ে। আমেরিকা থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে ১৯৭৮ সালে শঙ্কর নেত্রালয় প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন- ভাইরাল জ্বরকে হালকাভাবে নেবেন না, বলছেন বিশেষজ্ঞরা

Latest article