প্রতিবেদন : লোকসভা ভোটকে পাখির চোখ করে উৎসবের মরশুম শেষ হতেই কোমর বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের মেগা বৈঠকে লোকসভা ভোটের রোডম্যাপ তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের সমস্যার কারণে সভায় উপস্থিত না হতে পেরে ভার্চুয়ালি ধন্যবাদজ্ঞাপন করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেকের চোখে ফের নতুন করে সমস্যা দেখা দিয়েছে। সংক্রমণ ছড়িয়েছে। রক্তক্ষরণ হয়েছে। ও ভার্চুয়ালি আপনাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতালে গিয়েছে। সেই কারণে বুধবার বিজিবিএস-শেষে তাঁকে দেখতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইনডোরের মেগা বৈঠক থেকে তৃণমূল সুপ্রিমো জানান, অভিষেক আপনাদের নমস্কার জানিয়ে চোখ দেখাতে হাসপাতালে গিয়েছে। ভার্চুয়ালি বৈঠকে ছিল অভিষেক। এদিনের সভা থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, আজকের বৈঠকের আয়োজক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিকিৎসক তাঁকে সাত থেকে দশ দিন বিশ্রাম নিতে বলেছেন। তা-ও তিনি আপনাদের সম্মানিত করতে ভার্চুয়ালি যোগ দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য যোগ দিলেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের লড়াইয়ে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলার মতো অবস্থায় নেই। এজন্য তিনি নিজেও দুঃখিত।
আরও পড়ুন- দিনভর উদ্বেগ, অনিশ্চয়তার দোলাচল