প্রতিবেদন : বঙ্গোপসাগরে ফের বড় ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রুকুটি! আগামী মাসের গোড়াতেই বড় দুর্যোগ অপেক্ষা করছে বলে আশঙ্কা হাওয়া অফিসের কর্তাদের। আগামী রবি ও সোমে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শক্তি বাড়িয়ে প্রথমেই যা গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহবিদদের ধারণা। সেক্ষেত্রে ডিসেম্বরের একেবারে শুরুতেই তা আছড়ে পড়বে বঙ্গোপসাগর উপকূলে।
আন্তর্জাতিক আবহাওয়া দফতরের তালিকা অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের (Cyclone) নাম হবে ‘মিগজাউম’। ২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের যে তালিকা দেওয়া হয়েছিল সেখান থেকে এই নাম বেছে নেওয়া হয়েছে। মৌসম ভবনের আশঙ্কা, এই ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হবে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপে বদলে যেতে পারে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকবে। এই সময় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ৫০-৫৫ কিমি। বাংলায় প্রভাব পড়বে কি না তা ঝড় সৃষ্টি না হলে বোঝা যাবে না। তবে আগামী চার-পাঁচদিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন- শীতের আমেজে সৃজনশীলতার বিকাশ, ইকোপার্কে শুরু হস্তশিল্প মেলা