মুখ্যমন্ত্রীর স্পেন সফরের জের, নবান্নে মাদ্রিদের প্রতিনিধিরা

ভাষাশিক্ষা-এইআই নিয়ে হবে মউ

Must read

প্রতিবেদন : ছাত্র-ছাত্রীদের স্প্যানিশ ভাষায় প্রশিক্ষণ দিতে রাজ্য সরকারকে সবরকম সহায়তার হাত বাড়িয়ে দেবে স্পেন। মাদ্রিদের ইনস্টিটিউট কারভেন্টেজ-এর সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে স্পেনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার নবান্নে (Nabanna) মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও উচ্চশিক্ষা সচিব মণীশ জৈনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের তরফে শিক্ষক প্রশিক্ষণ ও স্প্যানিশ ভাষার জন্য রাজ্যের সঙ্গে ওই দেশের ছাত্র-ছাত্রীদের বিনিময়ের উপরে জোর দেওয়া হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার উপরে জোর দিয়েছেন। এই বিষয়ে স্পেন সরকারের সঙ্গে রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দফতরের মধ্যে শীঘ্রই একটি মউ স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সেপ্টেম্বর মাসে স্পেন সফরে গিয়ে রাজ্যে স্প্যানিশ ভাষা শেখানোর জন্য স্পেন সরকারের সঙ্গে কথা বলেছিলেন। তারই ফলোআপ হিসেবে নবান্নে (Nabanna) প্রতিনিধি দলের বৈঠক।

আরও পড়ুন- সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি, জমা পড়েছে অসংখ্য অভিযোগ

Latest article