মরুরাজ্যে চলছে ভোট

Must read

প্রতিবেদন : আজ বিধানসভা নির্বাচন রাজস্থানে (Rajasthan Assembly Election)। সকাল ৭টায় শুরু হয়েছে ভোট গ্রহণপর্ব। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একদফায় গোটা রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের ভোটে রাজস্থানের জনগণ সিদ্ধান্ত নেবেন তাঁরা পরিবর্তন চান নাকি বর্তমান জমানারই প্রত্যাবর্তন।
রাজস্থান বিধানসভার ২০০টি আসনের মধ্যে এবার ১৯৯টি আসনে ভোট হবে। কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুনারের মৃত্যুর পরে করণপুর কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজস্থানের (Rajasthan Assembly Election) নির্বাচনে মূল টক্কর কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের উন্নয়ন বনাম বিজেপির দেওয়া প্রতিশ্রুতির মধ্যে। ২০১৮ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০০টি আসন নিয়ে জয়লাভ করেছিল। বিজেপি পায় ৭৩টি আসন। তবে ৩৮টি বিধানসভা আসন ছিল যেখানে জয়ের ব্যবধান ৫ হাজার ভোটেরও কম ছিল। এবারের নির্বাচনে মূল ভূমিকা নিতে পারে অল্প ব্যবধানে জয়-পরাজয় নির্ধারক সেই কেন্দ্রগুলিই। রাজস্থান বিধানসভার ২০০ আসনের মধ্যে ২৫টি তফসিলি জাতি ৩৪টি তফসিলি উপজাতি এবং ১৪১টি সাধারণ বিভাগের জন্য সংরক্ষিত। আর এই ৫৯টি আসনই এবারের নির্বাচনে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। জাতপাতের সমীকরণ মরুরাজ্যে বরাবরই প্রকট। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, শনিবার রাজস্থান বিধানসভার ১৯৯টি আসনে ১,৮৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৫ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ১০৫ জন ভোটার।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর স্পেন সফরের জের, নবান্নে মাদ্রিদের প্রতিনিধিরা

Latest article