যুদ্ধে ছেদ পড়তেই জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, ২৫ পণবন্দিকে মুক্তি হামাসের

Must read

ইজরায়েল- হামাস রক্তক্ষয়ী সংঘাতে ছেদ পড়েছে। শুক্রবার থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি। একইসঙ্গে হামাসের হাত থেকে মুক্তি পেয়েছে ২৫ জন পণবন্দি। অন্যদিকে শর্তানুযায়ী জেলবন্দি ৩৯ প্যালেস্তানীয়কে (Israel- Palestine) মুক্ত করল ইজরায়েল সেনা।

২৫ জনের মধ্যে ১৩ জন ইজরায়েলি ও থাইল্যান্ডের ১২ জন নাগরিক রয়েছেন। থাইল্যান্ডের নাগরিকদের যত দ্রুত সম্ভব তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট দূতাবাসের হাতে। এবং ইজরায়েলি নাগরিকদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওয়েস্টব্যাঙ্কের বেইটুনিয়া চেকপয়েন্টে ২৪জন মহিলা এবং ১৫জন কিশোরকে মুক্তি দিয়েছে ইজরায়েল (Israel- Palestine)। আটক করা হয়েছিলে ৩০০ জনকে। তাঁদের মধ্যে থেকেই ৩৯ জনকে মুক্ত করেছে ইজরায়েল জেল কর্তৃপক্ষ।

শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি। লড়ায়ে ছেদ পড়তেই শুরু হয়েছে পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া। তবে এই যুদ্ধবিরতি সাময়িক তা আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আরও পড়ুন- স্কুলের বাইরে ছুরি নিয়ে হামলা, আহত ৫

Latest article