ময়দানে আর চলবে না ঘোড়ায় টানা গাড়ি! কী বলছে হাই কোর্ট

Must read

এবার থেকে ঘোড়ার গাড়ির লাইসেন্স-রেজিস্ট্রেশন না থাকলে ময়দান চত্বরে আর চালানো যাবে না সেগুলি। ঘোড়ার গাড়ি বন্ধের আবেদনে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে রাজ্য সরকারকে যত দ্রুত সম্ভব কলকাতায় চলা ঘোড়ায় টানা গাড়ির (Horse Carriages) উপর নজরদারি চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

গত বছর কলকাতায় ঘোড়ায় টানা গাড়ি বন্ধ করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ‘পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিমেলস’ ও ‘কেপ ফাউন্ডেশন’ নামে এই দুটি সংগঠন। এই দুটি সংগঠন জানিয়েছিল, জুড়িগাড়ি বহনকারী ঘোড়াদের সঠিক যত্ন নেওয়া হয় না। তারা অত্যন্ত সঙ্কটে। এরপর বম্বে হাই কোর্টের একটি রায় তুলে ধরে বলা হয়েছিল, আদালত এই ধরনের ঘোড়ার গাড়িকে নিষিদ্ধ করেছে। তারপরেই শহর কলকাতার রাজপথে চলছে জুড়িগাড়ি।

আরও পড়ুন- যুদ্ধে ছেদ পড়তেই জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, ২৫ পণবন্দিকে মুক্তি হামাসের

এরপর কলকাতা হাই কোর্ট ময়দানে কতগুলি ঘোড়ায় টানা গাড়ি (Horse Carriages) রয়েছে এবং স্বাস্থ্য সংক্রান্ত একাধিক বিষয়ের ওপর নজরদারি করার জন্য কমিটি গঠন করে। তারপরই নিয়মবহির্ভূতভাবে কলকাতা ময়দান ও সংলগ্ন এলাকায় ঘোড়ায় টানা গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করল কলকাতা হাই কোর্ট। অর্থাৎ শহর কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আর লাইসেন্স ছাড়া ঘোড়ায় টানা গাড়ি চালানো যাবে না। রাজ্য সরকারকেই এই গাড়িগুলি চিহ্নিত করে পদক্ষেপ নিতে হবে।

Latest article