হরিয়ানার (Haryana) ফতেহাবাদের একটি গ্রামে দেড় বছর বয়সী একটি মেয়ে তার বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। সেই সময় দুটি পোষা কুকুর (pet dog) তাকে আক্রমণ করেছিল। প্রতিবেশীর কুকুর কামড়ে শিশুটিকে অনেকটা টেনে নিয়ে গিয়েছিল এবং এর ফলে শিশুটি গুরুতর জখম হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বুধবার (২২ নভেম্বর) শিশুটি তার ভাইয়ের সাথে খেলার সময় এ ঘটনা ঘটে। কুকুররা তাকে নির্মমভাবে আক্রমণ করেছিল এবং একটি শেডের কাছে নিয়ে গিয়েছিল বলে খবর।
আরও পড়ুন-নিকিতা গান্ধীর শো দেখতে গিয়ে পদপিষ্ট, মৃত ৪, শোকপ্রকাশ গায়িকার
শিশুটি ও তার ভাইয়ের চিৎকার শুনে তাদের কাকা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কুকুরের আক্রমণের পরে, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ২৮৯ এর অধীনে কুকুরের মালিক সুরেন্দ্রের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। কুকুরগুলোকে এখন ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে যে এটিই প্রথম মামলা যেখানে ফতেহাবাদে কুকুরের কামড়ের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সদর থানার তদন্তকারী পুলিশ রবিন্দর কুমার মামলার বিস্তারিত জানিয়ে বলেন, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং তার শরীরের আটটি স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। আরও তদন্ত চলছে।