‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসের ঘরের মেঝেতে মহিলার মৃতদেহ উদ্ধার
শান্তি
আমাকে আকাশের একটা
ছোট্ট একটুকরো ফালি দাও
ওটাকে গড়বো এক শান্ত পৃথিবী
ঊষালগ্নে উঠবে শান্ত সূর্য
ভুবন মাঝে জাগবে আলো
ভরা ভাণ্ডারে শস্য হাসবে আরও
অহংকার আবর্জনার থাকবে না স্তূপ
জ্বলবে সেখানে পবিত্র ধূপ
জীবনখানি দেব উজাড় করে
জুড়াবে অঙ্গ সবুজ ঝড়ে-।
বিজুলি থাকবে বীণার তারে
নিবিড় ঘন বনে জঙ্গলে
চাপা রৌদ্রর স্বর্ণ ঝংকারে।
দীর্ণতাকে চূর্ণ করে
বিচিত্র সুরের সৃষ্টির কোলে
রইবো পড়ে নদীর কূলে।
সমুদ্রে তুলবো পাথর নুড়ি
ঢেউতে বানাবো নূতন ঘরবাড়ি
পাহাড়ি ঝরনায় স্নান করে নিয়ে
শান্তিতে চলবো জীবন সফরে।।
গাইবে পাখি বাঁশির সুরে
ফুলে-ফলে-পাতায় সুর সঞ্চারে
বরণ করে নেবো ধরিত্রীরে
উদার ছন্দে দুর্বার স্রোতে
বইবে জগৎ শুভ কর্মপথে
করুণাধারার মিলন প্রয়াসে
ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে।