রিতিশা সরকার. শিলিগুড়ি: জোনাকির মত রাতের পাহাড়কে সঙ্গি করে ছুটে যাবে টয়ট্রেন। সাক্ষী থাকবে চাঁদের আলো। ডিসেম্বরে দার্জিলিঙ গেলে পর্যটকরা পাবেন েই স্বর্গীয় আনন্দ। ডিসেম্বর থেকে চালু হচ্ছে রাত্রীকালীন জয়রাইড। অর্থাৎ রাতেও চলবে টয়ট্রেন।
আরও পড়ুন-শীত পড়তেই শুরু গঙ্গাসাগর মেলার প্রস্তুতি
ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন বুকিং। উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও সব্যসাচী দে জানিয়েছেন, শুরু হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মূলত এই সময় পাহাড়ে পর্যটকদের সংখ্যা প্রচুর পরিমাণে থাকে তাই প্রতিবার এই সময়তেই ঘুম ফেস্টিভেল করা হয়ে থাকে। তবে এবারের ঘুম ফেস্টিভাল কে ঘিরে টয় ট্রেনের নাইট জয়াইট চালু করা হচ্ছে। ডিসেম্বর মাসে এ নাইট জয়রাতে চালু করা হবে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত ও ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত এই জয় রাইট চলাচল করবে। পর্যটকদের জন্য কয়েক দিনের মধ্যেই অনলাইন বুকিং এর ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন-আউশগ্রামে জমে উঠেছে বাউল ও ফকিরি মেলা
উল্লেখ্য, শীত পড়তেই পাহাড়ে পর্যটকদের ঢল। তাংদের মনোরঞ্জনে ইতিমধ্যই চলছে একাধিক উৎসব। তবে রয়েছে একটি সু দার্জিলিং হিমালায়ন রেলের উদ্যোগে উত্তরের পাহাড়ে শুরু হল ঘুম ফেস্টিভেল। শীত পড়তেই উত্তরের পাহাড়ে ধল নেমেছে পর্যটকদের। পর্যটন মরশুমে উত্তরের মুখ্য ডেস্টিনেশন দার্জিলিঙে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। পর্যটকদের মুখ্য আকর্ষণ দার্জিলিং এর ফ্যান লাগাড়ি অর্থাৎ ট্রয় ট্রেন। এই টয় ট্রেনকে ঘিরেই প্রতিবছর নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায় ঘুম ফেস্টিভেল। ২৬ নভেম্বর রবিবার থেকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম রেল স্টেশন ঘুম কে কেন্দ্র করে শুরু হল ঘুম ফেস্টিভেল। আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত ঘুম ফেব্রুয়ারি চলবে। ঘুম ফেস্টিভাল উপলক্ষে পর্যটকদের জন্য বাড়তি টয়ট্রেন চড়ে পাহাড় ভ্রমণের সুযোগ করে দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।
আরও পড়ুন-গঙ্গাতীরে প্রজ্বলিত দীপশিখায় বর্ণাঢ্য অনুষ্ঠান, মহানগরীর নবতম আকর্ষণ দেব-দীপাবলি
ঘুম ফেস্টিবেল উপলক্ষে গোটা ঘুম স্টেশনটি হারিয়ে তোলা হয়েছে পাশাপাশি সেজে উঠেছে প্রতিটি টয় ট্রেন। শুধু এখানেই শেষ নয় ফেস্টিভেল উপলক্ষে পাহাড়ের মানুষ তো অবশ্যই পর্যটকদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের ও ব্যবস্থা করেছে হিমালয়ন রেলওয়ে। দার্জিলিংয়ের ই স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি যেমন অংশগ্রহণ করছে পাশাপাশি বাইরে থেকেও বিশিষ্ট শিল্পীদের নিয়ে এসেও সাংস্কৃতিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে রেল।