দুবাই, ২৮ অক্টোবর : সুপার টুয়েলভে গ্রুপ ‘এ’-র দুই সেরা দলের লড়াই শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে অ্যাসেজের দ্বৈরথ। তার আগে বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্তি যাচাই করে নেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর শনিবার যারা জিতবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে তারা। ফিঞ্চ ও মর্গ্যানবাহিনী নিজেদের প্রথম দু’টি ম্যাচই জিতেছে। তিনে তিন করে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে দুই দল।
মর্গ্যানের দল প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে, শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জিতলেও পরের ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটে হারিয়ে সেমিফাইনালের পথে পা বাড়িয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন : ৫১-তে ৫১ প্রার্থী , ত্রিপুরায় পুরভোট জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস
অস্ট্রেলীয়দের জন্য স্বস্তি, ওয়ার্নার তাঁর চেনা ছন্দে ব্যাটিং করছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে গ্লেন ম্যাক্সওয়েল পঞ্চম বোলারের কাজটা ভালভাবে করছেন।
তিন পেসারকে দুর্দান্ত সঙ্গত করছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। লোয়ার ডাউনে মার্কাস স্টয়নিস ম্যাচ জেতাচ্ছেন। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে সেভাবে পরীক্ষাই হয়নি মর্গ্যানবাহিনীর। তাই টুর্নামেন্টে প্রথম বড় চ্যালেঞ্জের মুখে ইংলিশ ব্রিগেড।
টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র দু’বার মুখোমুখি হয়েছে দুই দল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এক বার করে জিতেছে। দুবাইয়ে শিশির ম্যাচে প্রভাব ফেলছে। এখনও পর্যন্ত দুবাইয়ের মাঠে বিশ্বকাপের যে চারটি ম্যাচ হয়েছে সব ক’টিতেই রান তাড়া করে জয় এসেছে।