হার্দিক কেন দলে! প্রশ্ন এবার পাতিলের

Must read

মুম্বই, ২৯ অক্টোবর : টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে লজ্জাজনক হার। টুর্নামেন্টের শুরুতেই বিপর্যয়ের পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে প্রাক্তন— এই ব্যাপারে সবাই নিজেদের মতামত দিচ্ছেন। এবার মুখ খুললেন প্রাক্তন জাতীয় নির্বাচক কমিটির প্রধান সন্দীপ পাতিল। দল নির্বাচন নিয়ে সরব হলেন তিনিও।

আরও পড়ুন : ৫১-তে ৫১ প্রার্থী , ত্রিপুরায় পুরভোট জমিয়ে দিল তৃণমূল কংগ্রেস

সন্দীপ পাতিল চটেছেন মূলত ভারতের বিশ্বকাপ দলে হার্দিক পান্ডিয়ার অন্তর্ভূক্তি নিয়ে। হার্দিক অলরাউন্ডার হলেও ২০১৯ সালে পিঠে অস্ত্রোপচারের পর থেকে তিনি বোলিং করা কমিয়ে দিয়েছেন। বলা ভাল, নিয়মিত বোলিং করার মতো চূড়ান্ত পর্যায়ের ফিটনেসে পৌঁছতে পারছেন না। এখানেই প্রশ্ন পাতিলের। হার্দিক বিশ্বকাপের দলে থাকার জন্য ফিট ছিলেন কিনা, সেটা নিয়ে নির্বাচকদের মনে প্রশ্ন জাগা উচিত ছিল বলে মনে করেন প্রাক্তন নির্বাচক প্রধান। পাতিলের ক্ষোভ, ‘‘অধিনায়ক, কোচ ঠিক করবেন প্রথম একাদশ। সেটা শুধুমাত্র বিসিসিআই জানবে। কিন্তু কোনও প্লেয়ার যদি ফিট না থাকে সেটা তো নির্বাচকরা জানবে!’’
আনফিট হার্দিককে কার কথায় দলে নেওয়া হল, সেটা জানতে চান পাতিল। বললেন, ‘‘কাউকে তো এর দায় নিতে হবে। কাউকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এখনও পর্যন্ত রবি শাস্ত্রী কিছু বলেনি। রোহিত শর্মা, আজিঙ্ক রাহানে বলেছে, হার্দিক ফিট। আপনি কীভাবে একজনকে ফিট বলে দাবি করতে পারেন, যখন সংশ্লিষ্ট ব্যক্তি ম্যাচের মধ্যেই আনফিট থাকে? আমি বলতে চাই, এটা বিশ্বকাপ, সাধারণ কোনও সিরিজ বা ম্যাচ নয়।’’

Latest article