সংবাদদাতা, রায়গঞ্জ : চিকিৎসায় গাফিলতি কোনওভাবেই বরদাস্ত নয়। কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতোই কাজ করছে হাসপাতালগুলি। সোমবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পরিকাঠামো, পরিষেবা-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকেও এই বিষয়টি ফের একবার মনে করিয়ে দেওয়া হল। রোগী কল্যাণ সমিতির এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।
আরও পড়ুন-পাহাড়ের উন্নয়নে পুরসভার নয়া উদ্যোগ
তিনি বলেন, কিছুদিন আগে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ওয়ার্ড বয় না থাকায় সঠিক সময়ে অক্সিজেন দেওয়া হয়নি এক রোগীকে। এই অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন চিকিৎসা পরিষেবায় কোনও সমস্যার অভিযোগ এলেই তার দ্রুত ব্যবস্থা নিতে। তাঁর নির্দেশ মাথায় রেখেই এজেন্সিদের কাছে বিভিন্ন কাজে নিয়োজিত স্টাফের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। এছাড়াও এদিন বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠক করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।
আরও পড়ুন-নয়া অবতারে কিং কোহলি
সোমবার সরকারি ছুটির দিনেই রায়গঞ্জের আব্দুলঘাটায় মেডিক্যাল কলেজে এই বৈঠক হয়। ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি, ডিএসপি রিপন বল, অধ্যক্ষ কৌশিক সমাজদার, এমএসভিপি প্রিয়ঙ্কর রায়, কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রমুখ। কৌশিক সমাজদার বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে বৈঠকে। জেলাশাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনকে সংবর্ধনা দেওয়া হয়।