পাহাড়ের উন্নয়নে পুরসভার নয়া উদ্যোগ

দার্জিলিঙের উন্নয়নে একগুচ্ছ নয়া উদ্যোগ নিচ্ছে পুরসভা। পর্যটকদের নতুন দার্জিলিং উপহার দিচ্ছে দার্জিলিং পুরসভা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দার্জিলিঙের উন্নয়নে একগুচ্ছ নয়া উদ্যোগ নিচ্ছে পুরসভা। পর্যটকদের নতুন দার্জিলিং উপহার দিচ্ছে দার্জিলিং পুরসভা। দার্জিলিং পুরসভার উদ্যোগে আরও ভালভাবে সেজে উঠছে পাহাড়ি শহর। মূলত ক্লিন অ্যান্ড গ্রিন দার্জিলিং উপহার দিতেই নানা পরিকল্পনা নিয়েছেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরী। ইতিমধ্যেই পুরসভার উদ্যোগে শহরকে পরিষ্কার রাখতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নতুন ডাস্টবিন।

আরও পড়ুন-নয়া অবতারে কিং কোহলি

পুরসভার কনজারভেন্সি বিভাগে নিয়োগ করা হচ্ছে আরও কর্মী। পর্যটন মরশুমে কয়েক লক্ষ পর্যটক ভিড় জমিয়েছেন শৈল শহরে। পর্যটকদের ভিড়ে এখন বেশি পরিমাণে জঞ্জাল সংগ্রহ করতে হচ্ছে দার্জিলিং পুরসভাকে। সেই কারণেই বন্ধ হয়ে থাকা ট্যাক্স ফের চালু করতে চলেছে দার্জিলিং পুরসভা। দার্জিলিং পুরসভার উদ্যোগে আগে থেকেই ট্যাক্স নেওয়া হত। যা গত ৩০ বছর ধরে লাগু ছিল। কিন্তু মাঝে গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি বোর্ডে থেকেও ট্যাক্স সংগ্রহ করত না। ফলে দার্জিলিং পুরসভা অর্থনৈতিক ভাবে অনেকটাই লোকসানের মুখে পড়েছিল। তাই এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপিএম জোটের বোর্ড সিদ্ধান্ত নিয়ে ফের কর সংগ্রহ শুরু করেছে।

আরও পড়ুন-সাহসী ক্রিকেটেই আস্থা যশস্বীর

এই বিষয়ে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরী বলেন, আমরা দার্জিলিং শহরকে আরও ভালভাবে সাজিয়ে তুলতে চাইছি। যেহেতু এখানে সারা বছর পর্যটকদের ভিড় থাকে সেই কারণে জঞ্জালের পরিমাণটা অনেক বেশি হয়। জঞ্জাল অপসারণের জন্য বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলি থেকে ট্যাক্স নেওয়া হত। যা গত ৩০ বছর ধরে লাগু ছিল । কিন্তু গত বোর্ড ও তার আগের বোর্ড এই ট্যাক্স সংগ্রহ করা বন্ধ করে দিয়েছিল। পুরসভার আর্থিক দিক দিয়ে একটা বড় অংশে লোকসান হচ্ছিল। আমরা এসে এই ট্যাক্স সংগ্রহ করা শুরু করছি। কারণ কনজারভেন্সি বিভাগকে আরও ভালভাবে সাজিয়ে তোলা হচ্ছে যাতে দার্জিলিং শহর সবসময় পরিষ্কার ও ঝকঝকে থাকে। দার্জিলিং শহরকে পরিচ্ছন্ন করতে কর পুনরায় চালু করা নিয়ে আলোচনা হয়। মূলত সাধারণ মানুষ এবং পর্যটকদের পরিষেবা দিতেই পুর আইন মেনে এই কর। স্থানীয় বাসিন্দারাও পুরসভার এই উদ্যোগকে প্রশংসা করেছেন।

Latest article